Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোববার নতুন মন্ত্রিসভার শপথ

এক্সপ্রেস ডেস্ক ॥ রোববার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ  গ্রহণ করবেন। শপথ পাঠ করানোর প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবারই দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে তাদেরকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও দলের চেয়ারম্যান এইচএম এরশাদ নেননি। অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই শপথের চূড়ান্ত প্রস্তুতি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা শেষ করেছেন। শপথ অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত হবেন তাও চূড়ান্ত করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি। ২০০৯ সালের ৬ জানুয়ারি শপথ নেয় মহাজোট সরকার। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত নবম জাতীয় সংসদের মেয়াদ আছে। নানা নাটকীয়তার পর বিএনপিকে ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচনে সর্বদলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের আগেই ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ৫ জানুয়ারি রোববার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় সরকার গঠনের প্রস্তুতি চলছিল।