Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ, বানিয়াচঙ্গ ও চুনারুঘাটে দায়েরকৃত ৮ মামলায় বিএনপি, জামায়াত ও অঙ্গসংগঠনের দেড়’শ নেতা-কর্মী জামিন লাভ

স্টাফ রিপোর্টার ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ, বানিয়াচঙ্গ ও চুনারুঘাটে দায়েরকৃত ৮ মামলায় বিএনপি, জামায়াত ও অঙ্গসংগঠনের প্রায় দেড়’শ নেতা-কর্মী জামিন লাভ করেছেন। গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসয়াল ম্যাজিষ্ট্রেট মুসলেহ উদ্দিনের আদালতে হাজির হলে তিনি তাদের জামিন মঞ্জুর করেন।
বানিয়াচঙ্গে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, পেট্টোল বোমা হামলা, কেন্দ্র ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বানিয়াচঙ্গ থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দ্রুত বিচার আইনে ৫টি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল, ছাত্রশিবির সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে আসামী করা হয়।
ওই ৫টি মামলার অভিযুক্ত নেতা-কর্মীরা গতকাল বুধবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলেহ উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিজ্ঞ হাকিম সকলের জামিন মঞ্জুর করেন।
অপর দিকে নির্বাচনের পূর্বে চুনারুঘাটে মোস্তফা শহীদ অডিটরিয়াম ভাংচুর ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালীম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় নাঈম সহ ৫ নেতা গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলেহ উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিজ্ঞ হাকিম তাদের জামিন মঞ্জুর করেন।
এদিকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সন্ধ্যার পর বিএনপি অঙ্গ সংগঠন এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শহরের তিনকোণা পুকুর পাড় ও শায়েস্তনগরে পুলিশের বিক্ষোভে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে। ওই মামলায় অভিযুক্ত জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতুসহ ৫ জন গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলেহ উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিজ্ঞ হাকিম তাদের জামিন মঞ্জুর করেন। ইতিপূর্বে ওই মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমসহ ৪৫ নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করেন।
আসামীদের পক্ষে ছিলেন এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, এডঃ আরিফ চৌধুরী, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডঃ নুরুল ইসলাম, সহ আইজীবী ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।