Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান ॥ অনেক ডাক্তারের গা ঢাকা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার বিভিন্ন বাজারে ভুয়া এমবিবিএস ডাক্তারদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কারনে অনেক ভুয়া ডাক্তাররা গা-ঢাকা দিয়েছেন। গত সোমবার নবীগঞ্জ ইনাতগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হক ওই বাজারের ফাতেমা ফার্মেসীতে কর্মরত ভুয়া এমবিবিএস ডাক্তার মিজানুর রহমান আবদুল্লাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ফলে খবর পেয়ে অন্যান্য ভুয়া ডাক্তাররা সটকে পড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। দীর্ঘদিন যাবত এসব ভুয়া ডাক্তারা উপজেলার বিভিন্ন বাজারে নিজস্ব চেম্বার খোলে কম ভিজিটে রোগীর চিকিৎসা করায় সহজ সরল রোগীরা তাদের কাছে গিয়ে ভীড় জমান। বৈধ এমবিবিএস সনদপত্র ছাড়া এসব ডাক্তারা নির্বিগ্নে তাদের এ অপ-চিকিৎসা চালিয়ে যাওয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সচেতন মহলের প্রশ্ন কিসের বলে বা কোন খুটির জোরে এসব ডাক্তারা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, নবীগঞ্জ বাজারের গার্লস স্কুল সড়কের জননী ফার্মেসীতে এবং শেরপুর সড়কের মেডিসিন কর্নারে ভুয়া এমবিবিএস সাইনবোর্ড ধারী ডাঃ এস এম সেলিম প্রতিনিয়ত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া হবিগঞ্জ সড়কের দেবনাথ মেডিসিন সার্ভিসেস এ ডাঃ কাজল নাথ দীর্ঘদিন যাবত সাইনবোর্ড সাটিয়ে জন্ডিস, মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ও আলট্রাসনোলজিস্ট কনসালটেন্ট হিসাবে চিকিৎসা করে আসছেন এবং নিয়মিত আলট্রাসনোগ্রাম করছেন। যদি গত কয়েক মাস পূর্বে হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় ভুয়া এমবিবিএস ডাক্তারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর ডাঃ সেলিম, কাজল নাথসহ সবাই আত্মগোপনে ছিলেন। তবে বর্তমানে ডাঃ কাজল নাথ সাইনবোর্ড থেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ নাম কেটে সাদা কাগজে কনসালটেন্ট সীল দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা  উন্নয়ন সভায় নবীগঞ্জ উপজেলার সকল ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের ব্যাপারে আলোচনা করা হয়েছে।