Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংবিধান টিকিয়ে রাখতে হলে নির্বাচন করতে হবে-এড. মিজবাহ উদ্দিন সিরাজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ বলেছেন,শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার কার্য চলছে এ বিচারকে বাধাগ্রস্থ করতে ১৮ দল বিভিন্ন ভাবে দেশে অবরোধ, হরতাল দিয়ে হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করছে। যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বাংলাদেশের  সংবিধানকে টিকিয়ে রাখতে হলে আগামী ৫ জানুয়ারী  দশম জাতীয় সংসদ নির্বাচন যে কোন মুল্যে করতে হবে। তিনি এ নির্বাচনে হবিগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, যেখানেই যাই সাংবাদিকদের সাথে মতবিনিময় করে থাকি তবে সকল দল অংশ গ্রহন করলে ভাল হতো।
তিনি গত সোমবার রাতে আয়ো সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রবাসী আওয়ামীলীগ নেতা ড. শাহ নেওয়াজের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাবান মিয়া, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, শামীম আহছান,  মোহাম্মদ আলী মোমিন, হারুন চৌধুরী, মোহম্মদ নাহিজ, আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী, সিলেট মহা-নগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম, আব্বাস উদ্দিন, অ্যাডঃ নির্মল ভট্রাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিপু চৌধুরী, আব্দুল হালিম, চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, এ এস এম নুরুজ্জামান চৌধুরী শওকত, রাসেল চৌধুরী, শাকিল চৌধুরী, মোঃ ছানু মিয়া প্রমুখ।