Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক নিতে নয় দিতে এসেছি, যা করব সবই হবিগঞ্জবাসীর কল্যাণে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন- নিতে নয় দিতে এসেছি, যা করব সবই হবিগঞ্জবাসীর কল্যাণে। তিনি গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, “দায়িত্ব পালনে সর্বদিক দিয়ে সকলের সহযোগিতা কামনা করি। ঢাকায় যাইহোক হবিগঞ্জ যেন শান্ত থাকে, সে জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুলতান আলম, সহকারী কমিশনার মেহেদী হাসান, উম্মে কুলসুম, হেলেনা পারভীন, সেজু্যঁতি ধর, এ কে এম সাইফুল আলম, এ এইচ এম আরিফুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, আমাদের সময় জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক সমকাল প্রতিনিধি শোয়েব চৌধুরী, বাংলা ভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নাহিজ, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি আব্দুল বারী লস্কর, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি নির্মল ভট্টাচার্য রিংকু, দিগন্ত টিভি’র জেলা প্রতিনিধি এম এ মজিদ, ইসলামিক টিভি’র প্রতিনিধি শরীফ চৌধুরী, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কুহিনুর, গাজী টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নুর উদ্দিন ও প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী প্রমুখ।