Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইংল্যান্ডে আমির চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের কন্যার জাকজমকপূর্ণ গায়ে হলুদ অনুষ্ঠান

গউছুল আজম চৌধুরী সুজন, মানচেস্টার থেকে ॥ হবিগঞ্জ শহরের অত্যাধুনিক শপিং সেন্টার আমির চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমের কন্যা তাসলিমা আলীর বিয়ের অনুষ্ঠানের প্রথম পর্যায় গায়ে হলুদ অনুষ্ঠিত হলো মানচেস্টার শহরের একটি বিলাসবহুল ব্যাঙ্কুইট হলে। শুক্রবার সন্ধ্যায় ইংল্যান্ডে ব্যবসায়ীরা যে সময় ব্যবসা নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটান ঠিক সেই সময়ে অনুষ্ঠিত এ গায়ে হলুদ অনুষ্ঠানে দেখা গেছে হবিগঞ্জবাসীদের মিলন মেলা। বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান সংবাদপত্রের জন্য কোন খবর না হলেও জমজমাট ও জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তারা মন্তব্য করেছেন- গায়ে হলুদের এত জৌলসপূর্ণ অনুষ্ঠান নিকট অতীতে তারা দেখেননি। আর হবিগঞ্জে গায়ে হলুদের এমন অনুষ্ঠান তাদের নজরে পড়েনি।
নববর্ষে যেমন সকলকে নববর্ষের বিশেষ পোশাকে দেখা যায় ঠিক তেমনি এই অনুষ্ঠানে কনের পরিবার, আত্মীয়-স্বজন এবং তার বান্ধবীসহ বিভিন্ন বয়সী অর্ধশতাধিক নারী গোলাপী রঙের শাড়ি পরে হাজির হন দৃষ্টিনন্দন পরিবেশে। আর পিতা ও চাচাদের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবী ও উড়না। আবুল কাশেম ও তার ভাইদের এক রঙের পোষাকও ছিল দৃষ্টিনন্দন।
বুফে স্টাইলে রকমারী খাবার ছিল অতিথিদের জন্য। খাবারের তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, মাটন কারি, নান রুটি, পায়েস, ভেরাইটিজ কোল্ডড্রিংকস। অতিথিদের খাবার-দাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গোলাপী শাড়ি পরা সকল বয়সী নারীরা নাচে গানে মেতে উঠেন। নাচের তালে তালে সকলেই ভুলে যান বয়সের ব্যবধান।
অনুষ্ঠানে প্রবাসী হবিগঞ্জবাসীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিগণ অংশ নেন। হবিগঞ্জ থেকে অনুষ্ঠানে এসে যোগ দেন এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াই‘র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী।
ব্যাঙ্কুইট হলে অনুষ্ঠিত হবে বিয়ে অনুষ্ঠান। এতে বিভিন্ন দেশ থেকে প্রবাসী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ থেকে গণ্যমান্য অতিথিবৃন্দ যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া, গ্রেটার মানচেস্টারের এমপি ও কাউন্সিলরগণ বিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন।