Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-নছরতপুর সড়কে ৪ ঘন্টা ব্যাপী গণ-ডাকাতি ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কামড়াপুর-নসরতপুর আঞ্চলিক সড়কের শরীফাবাদ এলাকায় গণ-ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা রাস্তায় গাছ ফেলে বিভিন্ন যানবাহন আটকিয়ে যাত্রীদের মারধর করে ৬ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুটে নেয়। বুধবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ডাকাতি চলে। এদিকে ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সাস্তু মিয়া (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি সদর উপজেলার দরিয়াপুর থেকে গ্রেফতার করে। ডাকাতির শিকার যাত্রীরা জানান-১০ থেকে ১২ জনের লুঙ্গি পরিহিত ও মাপলার দিয়ে মুখ বেষ্টিত একদল ডাকাত রামদা ও ছুরি নিয়ে শরীফাবাদ এলাকার ব্রীজের কাছে গাছ ফেলে ডাকাতি শুরু করে। ডাকাতরা মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা আটকায়। এ সময় এক দুবাই প্রবাসীসহ অন্যান্য যাত্রীদের মারধর করে ৬ লক্ষাধিক টাকা ও অন্তত ১৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতদের প্রহারে সিএনজি চালিত অটোরিকশার চালক মাসুক মিয়ার (৩০) একটি হাত ভেঙ্গে যায়। এ সময় যাত্রীরা চিৎকারের চেষ্টা করলে ডাকাতরা হুমকি দেয়-“চিৎকার করে কোন লাভ হবে না। ৪টার আগে পুলিশ আসবে না।” ডাকাত আক্রান্ত জনৈক যাত্রী জানান-ডাকাতরা ডাকাতি শেষে রাস্তার পাশের ধানক্ষেতের হাওর দিয়ে পালিয়ে যাওয়ার ১৫ মিনিট পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতির শিকার যাত্রীদের বাকবিতন্ডা হয়। ডাকাতির শিকার এক যাত্রী বলেন- “আসলে ডাকাতের কথামতোই পুলিশ চলে। তা না হলে, তাদের কথা ঠিক হয় কিভাবে। ডাকাত বলেছে ৪টার আগে পুলিশ আসবে না। হলোও তাই, পুলিশ আসল সোয়া ৪টায়।” এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান- ছোটখাট ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।