Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দাফনের ৪৭ দিন পর ধর্ষিত স্কুলছাত্রীর লাশ উত্তোলন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পূর্ব কাশিপুর গ্রামের স্কুল ছাত্রী নিহত শাহ জিনিয়া ইসলাম বৃষ্টির লাশ দাফনের ৪৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এ এইচ এম আরিফুল ইসলামের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়- মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের কাশিপুর মহল্লার শামসুল ইসলামের মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই গ্রামের প্রভাবশালী জলফু মিয়ার বখাটে ছেলে আছিবুল ইসলাম শান্ত তাকে উত্ত্যক্ত করতো। এ ঘটনার জের ধরে গত ৯ নভেম্বর শান্ত স্কুলছাত্রী বৃষ্টিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে বৃষ্টির পরিবারের লোকজনের উপর চাপ প্রয়োগ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করে। এ ঘটনায় ২৮ নভেম্বর বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন বাদী হয়ে বখাটে আছিবুল ইসলাম শান্ত ও তার পিতা জলফু মিয়াসহ ৯ জনকে আসামী করে হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত মাধবপুর থানাকে হত্যা মামলা দায়ের এবং লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী হাজেরা খাতুন অভিযোগ করেন- মামলা দায়েরের পর আসামীরা আরও বেপরোয়া হয়ে উঠে। হত্যাকান্ডের ৪৭ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। তিনি আরও বলেন- “উপরন্তু আসামীরা আমাদের হয়রানী করতে আমি ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে থানায় ভাংচুর ও চুরির মিথ্যা অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান- বৃষ্টি হত্যা হামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের জোর অভিযান চলছে। তিনি আরও জানান- মামলার বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগের ঘটনাটি হত্যা মামলার আসামীদের সাজানো নাটক।