Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাসপাতালে নাম পরিচয় বিহীন কোন লোকের চিকিৎসা হয় না

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নাম পরিচয় বিহীন কোন লোকের চিকিৎসা হয় না-সংক্রান্ত সংবাদ প্রকাশ হলেও হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়েনি। উপরন্ত গত ৪ দিন ধরে নাম পরিচয়বিহীন ওই মহিলার কোন চিকিৎসা হয়নি। মহিলা ওয়ার্ডের টয়লেটের সামনে ফোরে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে ওই মহিলা। সঠিক সময়ে পর্যাপ্ত চিকিৎসা ও সেবা না পাওয়ায় তার শরীরের বিভিন্ন অংশে পচঁন ধরেছে। পচাঁ দুগন্ধ ছড়িয়ে হাসপাতালের পরিবেশ দূষিত করে তুলছে।
গত ২১ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইটে অসচেতন অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে হাসপাতালের মহিলা ওয়ার্ডে রেখে চলে যায়। এরপর থেকে ওই ওয়ার্ডের টয়লেটের পাশে ৪ দিন ধরে মৃত্যুর প্রহর গুনছে মহিলা। গতকাল মঙ্গলবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই মহিলা টয়লেটের পাশে ভেজা স্যাতসেতে স্থানে শুয়ে কাপঁছে। দেখে মনে হয় হাসপাতালের কুকুর বিড়ালের চেয়েও ওই মহিলার মূল্য কমে গেছে।
রোগীরা জানান, ওই মহিলার শরীরের পচাঁগন্ধে অনেক রোগীরা অস্স্থু হয়ে পড়েছে। আবার অনেকে চলে গেছে।