Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ব্র্যাকের কিশোর-কিশোরী ক্লাবের ব্যতিক্রমধর্মী আয়োজন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে ব্র্যাকের ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে। গতকাল বানিয়াচং ব্র্যাক সদর অফিসের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশ গ্রহনে বর্ণাঢ্য বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা নাচ, গান, খেলাধূলায় মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানটি। বিচারকদের রায়ে আদমখানী কিশোর-কিশোরী ক্লাবের সদস্য রবিন নাচে ১ম, নাঈম খান গানে ১ম এবং দৌড় -লাফে ১ম হয়েছে চতুরঙ্গক্লাবের রিপা আক্তার। বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল হক রতন, বানিয়াচং সাংস্কৃতিক পরিষদের নৃত্য প্রশিক্ষক রোকসানা হক, ডাঃ ইলিয়াছ একাডেমীর সিনিয়র শিক্ষিকা দীপু রানী সরকার, কন্ঠ শিল্পী মোবাশ্বির আহমেদ তান্না, তরুণ কন্ঠ শিল্পী রাজিব ভট্টচার্য্য। ব্র্যাক সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফকরুল আলম ভূইয়া’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিইপি শাখা ব্যবস্থাপক মোঃ তোফায়েল আহমেদ, মোঃ মঈনুল হক, কর্মসূচী সংগঠক মাসুদা আক্তার, মৃনাল কান্তি। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ব¡াবধানে ছিলেন বিইপি সেক্টর স্পেশালিস্ট মোঃ মোস্তফা কবির। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে যেন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এ বিষয়ে তাদেরকে উৎসাহ যোগাতে মূলত এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে বলে আয়োজকরা জানান।