Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পিয়াজের কেজি ৩০ টাকা !

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারে গতকাল রবিবার দুপুর থেকে পিয়াজের কেজি ৩০/৪০ টাকা ধরে বিক্রী হওয়ায় ক্রেতাদের উপছে পড়া ভিড় জমে উঠে। পিয়াজের কেজি ৩০/৪০ টাকা এমন খবর চাউর হলে পিয়াজের দোকানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকটা হুমড়ী খেয়ে পড়ে মানুষ পিয়াজ নেয়ার জন্য। অথচ গতকাল শনিবারও ওই পিয়াজের দাম ছিল কেজি প্রতি ৮০/১০০ টাকা। হঠাৎ করে পিয়াজের মূল্য হ্রাসে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে কিভাবে বা কি কারনে পিয়াজের দাম হঠাৎ করে এত নীচে নেমে আসছে তা কেউই বলতে পারছেন না। তবে জনমনে রয়েছে নানা কৌতুহল। কেউ কেউ বলছেন সেনাবাহিনী মাঠে আসায় মজুদদাররা বাজারে পিয়াজের বাজার জাত করার কারনে এমনটা হয়েছে। আবার কেউ বলছেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পিয়াজের দাম কমানোর কারনে এমনটা হয়েছে। পিয়াজের দাম হঠাৎ করে এত নীচে আসায় সাধারণ ক্রেতাদের সুবিধা হলেও খুচরা ও পাইকারী বিক্রেতারা পড়েছেন বিপাকে। অনেকই চড়া দামে পিয়াজ খরিদ করে বর্তমান বাজার দরের সাথে তাল মিলিয়ে লোকসান দিয়ে তা বিক্রি করতে হচ্ছে। তবে পিয়াজের দাম কমলেও শাক সবজি, চাল, তেল ও ডালের দাম রয়েছে মানুষের নাগালের বাহিরে। যা নিম্ন আয়ের মানুষদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।