Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যাত্রী উঠানোকে কেন্দ্র করে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি চলাচল বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ চরমে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে গত দু’দিন ধরে সিএনজি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধ থাকার কারণে বড় গাড়ী চলাচল না করলেও নবীগঞ্জের বিভিন্ন সড়কে যোগাযোগের বিকল্প মাধ্যম সিএনজি গাড়ীর উপর নির্ভরশীল হয়ে নবীগঞ্জ সদরে আসা যাওয়া করে আসছিল যাত্রী সাধারণ। গত বৃস্পতিবার যাত্রী উঠানামাকে কেন্দ্র করে নবীগঞ্জ ও বাংলাবাজার এলাকার সিএনজি চালকের মাঝে বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ওই সড়কে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। উত্তেজিত শ্রমিকরা বাংলাবাজার লাইনের একটি সিএনজি নবীগঞ্জে এবং নবীগঞ্জ লাইনের একটি সিএনজি বাংলাবাজারে আটক করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আউশকান্দি, কুর্শি বা বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা সিএনজি গাড়ী গুলো শহরে প্রবেশ করে যাত্রী নামিয়ে ফেরার পথে নতুন বাজার থেকে যাত্রী উঠানোর ফলে শহরের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে সামনে অবস্থিত সিএনজির কাউন্টারের শ্রমিকরা বাধা প্রদান করেন। এনিয়ে বাধানুবাদ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিএনজিকে আটক করে বাংলাবাজার শ্রমিকরা।