Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বস্তিতে নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরাও

এক্সপ্রেস ডেস্ক ॥ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারাও কোনোভাবে স্বস্তিতে নেই। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে এই নির্বাচন নিয়ে পেছনে ফিরে তাকাবারও সুযোগ নেই। সব দল নির্বাচনে আসলে একটা উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হতো বলে মনে করেন তিনি। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এই সময় যোগাযোগ মন্ত্রীর সাথে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ সুষ্ঠুভাবে শেষ করার নির্দেশ দেন। এসময় মন্ত্রী আরও বলেন, বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আওয়ামী লীগ ও সরকারের বক্তব্য এবং সিদ্ধান্ত। অন্যদিকে নির্বাচন ও এর ক্ষমতা নিয়ে হাসানুল হক ইনু যে বক্তব্য দিয়েছেন সেটা একান্তই তার নিজস্ব মতামত বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী।