Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তরফদার মুহম্মদ ইসমাইল স্মরণে হবিগঞ্জ পৌরসভার শোকসভা অনুষ্ঠিত

প্রখ্যাত লোক গবেষক ও সাংস্কৃতিক সংগঠক মরহুম তরফদার মুহম্মদ ইসমাইলের স্মরনে হবিগঞ্জ পৌরসভা নাগরিক শোকসভা করেছে। গতকাল  বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরভবন সভাকক্ষে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। প্রধান অতিথি বলেন মরহুম তরফদার মুহম্মদ ইসমাইলের মতো একজন গুনী মানুষের স্মৃতি মানুষের মনে জাগ্রত থাকবে। তাঁর স্মৃতি সংরক্ষনের জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন তরফদার মুহম্মদ ইসমাইল ছিলেন হবিগঞ্জ পৌরসভার একজন অভিভবকের মতো। তার মৃত্যু যে শুন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরন হবার নয়। শোকসভায় বক্তব্য রাখেন প্রফেসর নিখিল চন্দ্র ভট্টাচার্য্য, প্রফেসর মোঃ আব্দুল্লাহ, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, এডভোকেট মোঃ খালেকুজ্জামান, জাহান-আরা-আফছর, তাহমিনা বেগম গিনি, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তাফা রফিক, শফিকুর রহমান ফারছু, আলাউদ্দিন আহমেদ, এম.এ.রব, ইসলাম তরফদার তনু, রুমা মোদক, গৌতম কুমার রায়, শফিকুর রহমান চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, শাহ আলম চৌধুরী মিন্টু, পারভেজ চৌধুরী, বিজন বিহারী দাস, মর্তুজা ইমতিয়াজ, এডভোকেট বজলুর রহমান, অপু চৌধুরী, আজিজুর রহমান কাজল, এডভোকেট মোঃ আজিজুর রহমান ও মাহবুবুর রহমান আওয়াল। বক্তারা তরফদার মুহম্মদ ইসমাইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার গবেষনা, কর্ম ও স্মৃতি নিয়ে আলোচনা করেন।