Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২২ ডিসেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচনের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে নির্বাচনের দুই দিন আগ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দুইদিন আগে, ভোট গ্রহণের দিন এবং পরের দুই দিন অর্থাৎ মোট পাঁচ দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রাখতে পারে ইসি। এদিকে ২২ ডিসেম্বর থেকে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হচ্ছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের আইন-শৃংখলা বিষয়ক কাগজপত্র থেকে জানা গেছে, ২২ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা জারি করবেন। একই সঙ্গে সেনাবাহিনী মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এবারে নির্বাচন কমিশন সচিবালয় হতে জেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পৌঁছানো এবং জেলা হতে উপজেলা ও উপজেলা হতে ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে সেনাবাহিনী সহায়তাও নেওয়া হতে পারে।