Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি টিটিপি’র

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশের গণজাগরণ মঞ্চ বন্ধ না হলে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠি (তেহরিক ই তালেবান, পাকিস্তান-টিটিপি)। জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার প্রতিবাদে তারা এমন হুমকি দিয়েছে বলে বিশেষ সূত্র মারফত জানায় পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম দ্য নেশন। এ অবস্থায় পাকিস্তানি সরকার বাংলাদেশ দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারপরেও আইন প্রয়োগকারী সংস্থা দূতাবাসে আক্রমনের আশংকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়, তালেবানরা কাদের মোল্লার ফাঁসি নিয়ে অসন্তুষ্ট। বাংলাদেশ দূতাবাসটি ইসলামাবাদের এফ-৬/৩ ঠিকানায় অবস্থিত। আইনপ্রয়োগকারী সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্য নেশনকে জানায়, বাংলাদেশ দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যে কোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনকে সামনে রেখে এই হামলা হতে পারে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।