Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ নবীগঞ্জ এর আহবায়ক কমিটি গঠন রকিব আহবায়ক, মুরাদ সদস্য সচিব

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের মুক্তিসহ জাতীয় পার্টির ঘোষিত সকল কর্মসূচি পালনের লক্ষ্যে ‘পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ’ নবীগঞ্জ এর ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় শারফিন সুপার মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আব্দুর রকিব মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাপা নেতা আবুল মিয়া, ক্বারী আব্দুস সালাম, আব্দুল তাহিদ, মনর মিয়া, ধন আহমদ, সনাওর মিয়া, এরশাদ মিয়া, অপুর্ব চৌধুরী, ভুট্রো মিয়া, প্রসাদ রায়, নুর মিয়া, নিউটন সুত্রধর, মিল্টন তালুকদার, মিঠু কুমার দাশ, আলী শাহান, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে “পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ” নবীগঞ্জ এর ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক হাজী আব্দুর রকিব মাষ্টার, যুগ্ম আহবায়ক যথাক্রমে মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকি, আব্দুস সহিদ চৌধুরী আফজল, আতাউর রহমান কাপ্তান, খায়রুল ইসলাম, শেখ সহিদ উদ্দিন, কমান্ডার এম.এ খালেক, শেখ সামছুল ইসলাম, আবু ইউসুফ, নুরুজ্জামান চৌধুরী, কাজী আব্দুল বাছিত, অমর দাশ গুপ্ত, ফকির ফজলু মিয়া, সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে হোসাইন আজাদ হেলাল, রঞ্জু দেব, তোফাজ্জুল হোসেন প্রমুখ। সভা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের মুক্তির দাবীতে নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়।