Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ আটক?

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) আটক করেছে বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে র‌্যাব বলেছে, তাঁকে সকালে ছেড়ে দেওয়া হয়েছে। গত শনিবার তাঁর পরিবারের একটি সূত্র জানায়, হাজ্জাজকে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র‌্যাব এর পক্ষ থেকে তখন এই বিষয়টি কেউ নিশ্চিত করেননি। শনিবার বিকেল চারটায় র‌্যাব-১ এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এরপর তিনি বিকেল পাঁচটায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন। পরে আবারও তাঁকে র‌্যাব কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে শনিবার রাতে ওই সূত্রটি দাবি করেছিলো। গতকাল রোববার সকালে র‌্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ববি হাজ্জাজকে আজ (রবিবার) সকালে ছেড়ে দেওয়া হয়েছে। ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গত শুক্রবার এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। শনিবারও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।