Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১২ সালের আয় ব্যয়ের হিসাব রেজুলেশন খাতা দাখিলের জন্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কে আদালতের নির্দেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১২ সালের আয় ব্যয়ের হিসাব সহ রেজুলেশন খাতা আদালতে দাখিল করার জন্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কে আদালত নির্দেশ দিয়েছে। এদিকে নবীগঞ্জ প্রেসক্লাবে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে পূবালী ব্যাংকের হিসাব জব্দ করা হয়েছে। দীর্ঘ একমাস হলেও প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক এম,এ বাছিত এখনো আদালতে রেজুলেশন খাতা ও আয় ব্যয়ের হিসাব দাখিল করেননি।
জানাযায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য শাহ সুলতান আহমদ বাদী হয়ে গঠনতন্ত্রের নিয়মবহির্ভূত ভাবে নিজেকে নবীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক দাবি করে হবিগঞ্জ আদালতে  নবীগঞ্জ প্রেসক্লাবে বর্তমান সভাপতি ফখরুল আহসান চৌধুরী  ও সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ কে বিবাদী করে একটি স্বত্ব মামলা দায়ের করেন। ঐ মামলার জবাবে বর্তমান সভাপতি ফখরুল আহসান চৌধুরী  ও সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ আদালত কে জানান বাদী ও মামলার স্বাক্ষীগন ষড়ন্ত্রমুলক ভাবে ২০১২ সালের সভাপতি ও সাধারণ সম্পাদক আয় ব্যয়ের হিসাব না দিয়ে ও বিগত কমিটির অভিষেক অনুষ্ঠানের স্বরণিকার বিজ্ঞাপন ও অনুদান বাবদ সংগৃহিত বড় অংকের টাকা আত্বসাতের জন্য  মামলাটি দায়ের করেন এবং প্রেসক্লাবের রেজুলেশন খাতা লুকিয়ে রেখে নিজেদের লেখা গঠনতন্ত্রকে অস্বীকার করে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য শাহ সুলতান আহমদ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করছেন। সভাপতি দাবিদার ফখরুল ইসলাম চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য নন। এদিকে বিগত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রায় ৫ লক্ষ টাকার বিজ্ঞাপন ও অনুদান সংগ্রহ করা হলেও নবীগঞ্জ পূবালী ব্যাংকে প্রেসক্লাবের নির্ধারিত সঞ্চয়ী হিসাবে কোন টাকা নেই। তাই বর্তমান কমিটির রেজুলেশন ও অভিযোগের প্রেক্ষিতে হিসাবটি জব্দ করা হয়েছে।