Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৩টি আসনে ৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮জন প্রার্থী মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার এ প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রতিদ্বন্দ্বি না থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার যুগ্ম সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্ণিং অফিসার গতকাল এ ঘোষণা প্রদান করেন।
প্রতীক প্রাপ্তরা হচ্ছেন-হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খাঁন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রূপক (আনারস), হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক (লাঙ্গল) এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামীলীগ প্রার্থী এডঃ মোঃ মাহবুব আলী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আহাদ ইউ চৌধুরী শাহীন (লাঙ্গল) এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা (আওয়ামীলীগ বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ (তালা)।
এদিকে নির্ধারিত সময়ে প্রার্থীতা প্রত্যাহার করতে না পারায় ১৩ ডিসেম্বর রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হবিগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আহাদ ইউ চৌধুরী শাহীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার ঘোষণা প্রদান করেন। শেষ পর্যন্ত আহাদ চৌধুরী নির্বাচন থেকে বিরত থাকলে ওই আসনে আওয়ামীলীগ প্রার্থী এডঃ মোঃ মাহবুব আলী ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।