Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবৈধ ব্যবস্থায় ফিরে যাওয়ার কোন যৌক্তিকতা নেই- প্রধানমন্ত্রী

এক্সপ্রেস রিপোর্ট ॥ তত্ত্বাবধায়ক সরকারকে আদালত অবৈধ ঘোষণা করেছেন। এ অবৈধ ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। সেই জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, তাদের বিরুদ্ধে ?
শেখ হাসিনা আরো বলেন, বিএনপির এক নেতা বিবিসিতে সাক্ষাৎকারে বলেছিলেন, যুদ্ধের সময় মানুষ মারা যায়। এটা স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে ৭১ ঘাতকদেরকে মন্ত্রী-উপদেষ্টা বানিয়ে ছিলেন। তাদেরকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এখন খালেদা জিয়া স্বামীর সেই আদর্শ বাস্তবায়ন করতে আন্দোলনের নামে জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করছেন।
একটা রায় কার্যকর করা হয়েছে, বাকি রায়ও একের পর এক কার্যকর করা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার লক্ষ্যই ছিল, এ বছরের ১৪ ডিসেম্বরের আগে কমপক্ষে একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা। জনগণের সহযোগিতার কারণেই এ রায় কার্যকর করতে পেরেছি। তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। ক্ষমতা আমার ভোগের বস্তু নয়। আমি ক্ষমতার পরোয়া করি না। অর্থের লোভ নেই আমার। তাই যাকে দিয়েই ফোন করান না কেন কোনো লাভ নেই। আমরা জনগণের স্বার্থ দেখবো। মানুষের জন্য যা করার প্রয়োজন তাই করবো বলে মন্তব্য করেন তিনি।