Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহাকাশে আবারো বানর পাঠালো ইরান

এক্সপ্রেস ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরান আবারো মহাকাশে সাফল্যের সঙ্গে বানর পাঠিয়েছে। মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে ‘ফারগাম’ নামের বানরটি বায়ো-ক্যাপসুলে করে মহাকাশে পাঠানো হয়। এটি মহাকাশ ঘুরে আবার ভূ-পৃষ্ঠে ফিরে এসেছে।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ সাফল্যের জন্য মহাকাশ বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, এই প্রথম বানরটি বহনকারী যন্ত্রে তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে। বানরটি মাত্র ১৫ মিনিটে পূর্ব-নির্ধারিত গতিতে নির্দিষ্ট উচ্চতায় (১২০ কিলোমিটার) পৌঁছার পর জীবন্ত অবস্থায় আবার ভূ-পৃষ্ঠে ফিরে এসেছে। বানরটি বর্তমানে পরিপূর্ণ সুস্থ আছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি পিশগাম বা অভিযাত্রী নামের বায়ো-ক্যাপসুলে করে মহাকাশে প্রথমবারের মত বানর পাঠায় ইরান। বেশ কয়েক বছর আগেই ইরান মহাশুন্যে মানুষ পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই ২০১০ সালে ইরান ইঁদুর ও কচ্ছপসহ কিছু প্রাণী মহাকাশে পাঠায়। সে অভিযান সফল হওয়ার পর বানর পাঠানোর উদ্যোগ নেয়া হয়।