Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাওড়ে পোনামাছ অবমুক্তকালে এমপি আবু জাহির হাওড়ে মাছের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এক সময় আমাদের হাওড় ছিল মাছ আর মাছে পরিপুর্ণ। কিন্তু লোকসংখ্যার বৃদ্ধি, অপরিকল্পিত মৎস্য আহরণ ও মাছের আশ্রয় বিনষ্ট করায় এখন হাওড়ে মাছের আকাল দেখা দিয়েছে। এই আকাল দুর করতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। হাওড়ের উন্নয়ন ও মাছের অভয়াশ্রম সৃষ্টি এবং মাছের পোনা অবমুক্তির মাধ্যমে আবারও হাওড় মাছে মাছে পরিপুর্ণ হচ্ছে। পরিকল্পিতবাবে এই মৎস্য আহরণ করা হলে দেশে আমিষের চাহিদা পুরণের পাশাপাশি বিদেশেও মাছ রপ্তানী করা সম্ভব হবে।
গতকাল দুপুরে লুকড়া হাওড়ে মাছের পোনা অবমুক্ত করণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, আরিফুর রহমান তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল নাছের, লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ ও ইউপি মেম্বার রফিক আলী।
মৎস্য অধিদপ্তরের রাজস্ব কর্মসুচির আওতায় এই মৎস্য অবমুক্ত করা হয়। এই কর্মসুচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার ৮টি প্রতিষ্ঠানের পুকুরে ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।