Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

‘আমি অসুস্থ নই’ আমাকে আটক রাখা হয়েছে-এরশাদ

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে অসুস্থ নন বলে দাবি করেছেন। গ্রেপ্তারের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে চিকিৎসার নামে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমি অসুস্থ নই। আমাকে আটকে রাখা হয়েছে।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় সিএমএইচ থেকে পাঠানো বিশেষ বার্তায় এরশাদ এমন মন্তব্য করেন। তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জারের মাধ্যমে এ বিশেষ বার্তা পাঠান তিনি। সিএমএইচে তাকে চিকিৎসার নামে আটকে রাখার নিন্দা জানিয়ে এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির সব নেতাকর্মীকে ধৈর্য্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছি।’ পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসেবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের। এবং এটি তার নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলা বিরোধী যে কোনো কজের জন্য আমি যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’ তিনি বলেন, ‘পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও আমার ভাই এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববির মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জনাবো। তিনি বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না।