Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রওশনের সঙ্গে তোফায়েল-গওহর রিজভীর সৌজন্য সাক্ষাৎ

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনকালীন সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে রাজধানীর গুলশান-২ এর রওশনের বাসা ত্যাগ করেন তারা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গাড়িতে চড়েই রওশনের বাসায় পৌঁছান তোফায়েল ও গওহর রিজভী। রওশনের বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতারা দাবি করেন, তারা এখানে সৌজন্য সাক্ষাৎ’ করতেই এসেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেয়া-না নেয়া নিয়ে যখন নাটক চলছে তখন আওয়ামী লীগের শীর্ষ এ দুই নেতা রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন। এর আগে শুক্রবার বিকালে বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নেন তোফায়েল আহমেদ ও গওহর রিজভী। এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেখে রওশন এরশাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে তার বাসায় প্রথমে সাক্ষাৎ করতে যান প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এরপর দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তার সঙ্গে দেখা করেন। মুজিবুল হক সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার পরই পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এদিকে বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা। পরে র‌্যাব দাবি করে, এরশাদ অসুস্থ বোধ করায় তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।