Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাপা

এক্সপ্রেস রিপোর্ট ॥ রওশন এরশাদের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টির (জাপা) একটি অংশ। এ অংশের সাথে রয়েছেন, নির্বাচনকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও দলের আরেক প্রেসডিয়াম সদস্য প্রধানমন্ত্রীর শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু।
তবে জাপা চেয়ারম্যান নির্বাচনে না যাওয়ার পক্ষে এখনও অটল। তিনি আজকেও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। চিঠিতে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়ে বলেন, দলের কোনো প্রার্থীকে বর্তমানে ঘোষিত তফসিলের নির্বাচনে প্রতীক বরাদ্দ যেন না দেওয়া হয়।
জাপার ভেঙ্গে যাওয়ার এ খবর অস্বীকার করেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, জাপার ভাঙ্গনের খবর সত্যি নয়। জাপা এইচএম এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।
সূত্রে জানা গেছে, সরকার চাইছে জাপাকে যেভাবেই হউক নির্বাচনে আনতে হবে। এরশাদ বেঁকে বসলেও রওশন এরশাদের নেতৃত্বে একটি অংশকে বাগে নিয়েছে সরকার। যেকোনো সময় এই অংশটি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে বলে জানা গেছে।