Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ র‌্যালী, আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানবন্ধন শেষে শহরের এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সবাই মিলে গড়ব দেশ-দূর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গির হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আবদুুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বনিক, সিভিল সার্জন ডাঃ শাফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাশ। হবিগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুজ জাহেরের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কবি তাহমিনা বেগম গিনি, জাহানারা আফছর, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লেইছ ও নারী নেত্রী লুৎফুন্নাহার স্মৃতি। সভায় বক্তারা বলেন, সবাাইকে দেশ প্রেমের ব্রত নিয়ে কাজ করলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারবো। সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, আমাদের নতুন প্রজন্মকে পারিবারিকভাবে ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সকল শ্রেনী-পেশার লোকদের ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।