Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক তরফদার মোহাম্মদ ইসমাইল স্মরণে শোক সভা

স্টাফ রিপোর্টার ॥ সুরবিতানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লোকজ গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গণের পুরোধা ব্যক্তিত্ব তরফদার মোহাম্মদ ইসমাইল-এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সুর বিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে বিতানের সহ সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র ভট্টাচার্য্যরে সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। সভায় মরহুম তরফদার মোহাম্মদ ইসমাইল-এর জীবন-কর্মের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সঙ্গীত শিক্ষক স্বদেশ দাস, ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, সঙ্গীত শিক্ষক জালাল সিদ্দিকী, সাহিত্যিক এম এ ওয়াহেদ, গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী, সাহিত্যিক এডভোকেট শাহজাহান বিশ্বাস, সাহিত্যিক প্রমথ সরকার, খোয়াই সম্পাদক শামীম আহছান, মরহুমের অনুজ ইসলাম তরফদার তনু, ব্যকস-এর সাবেক সভাপতি আলা উদ্দিন আহমেদ, প্রভাষক ইলিয়াছ বখত চৌধুরী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, সমাচার সম্পাদক ও সুর বিতানের কার্যকরী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মস্তোফা রফিক, বিশিষ্ট নাট্যকার এডভোকেট সুব্রত চৌধুরী, বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক এডঃ পূন্যব্রত চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন, আবু মোতালেব খান লেবু। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সুর বিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল ফজল।