Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নসরতপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষ ॥ ব্যাংকারসহ ৪জন আহত ॥ জনতার ট্রেন লাইন অবরোধ ॥ ২ ঘন্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নছরতপুরের লেভেল ক্রসিংয়ে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে ব্যাংকারসহ ৪ যাত্রী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে গেটম্যান দেয়ার দাবিতে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল শুক্রবার সকালে প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম প্রাইভেটকারযোগে (হবিগঞ্জ গ-১১-০০০৫) হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাঁর সাথে আরো ২ জন ছিলেন। সকাল সাড়ে ৬ টার দিকে প্রাইভেট কারটি নসরতপুর রেল ক্রসিং অতিক্রম করার জন্য রেল লাইনে উঠে। কারটি রেল লাইনে উঠা মাত্র ভৈরবগামী মালবাহী ট্রেন কারটিকে ধাক্কা দেয়। এ সময় কারটিকে প্রায় ২শ’ ফুট পর্যন্ত সামনে ধাক্কিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে যাত্রীসহ কারটি রাস্তার পাশে জমিতে ছিটকে পড়ে। সাথে সাথে স্থানীয় লোকজন ব্যাংকার তাজুল ইসলাম ও চালকসহ অপর ৩জনকে উদ্ধার করে। এতে ব্যাংকার তাজুল ইসলামের কলারবন ও পাজরের ৩টি হার ভেঙ্গে গেছে। অপর ৩জন সামান্য আহত হয়েছেন। এদিকে ঘটনার পর পরই ক্ষুব্ধ এলাকাবাসী নসরতপুর রেল ক্রসিংয়ে রেল লাইনে অবরোধ সৃষ্টি করে। ফলে ২ঘন্টা সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় তিনি নছরতপুর লেভেল ক্রসিংয়ে গেটম্যান দেয়ার আশ্বাস প্রদান করলে তারা অবরোধ তুলে নেয়।