Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলার ৪ আসনে ১০ জনের মনোনয়ন বৈধ ॥ ২ জনের বাতিল

জাপা প্রত্যাহার করলে হবিগঞ্জ-১ আসনে মিলাদ গাজী ও হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ৪টি আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির ৩ বিদ্রোহী প্রার্থীসহ ১২ জন মনোনয়নপত্র দাখিল করলেও আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দু’বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে।
গত বৃহষ্পতিবার ও গতকাল শুক্রবার নির্বাচন কমিশন যাচাই-বাছাইকালে দু’জনকে বাদ দেয়া হয়। তারা হলেন, হবিগঞ্জ-১ আসনে মেজর (অবঃ) সুরঞ্জন দাশ ও হবিগঞ্জ-৪ আসনে কাউছারুল গনি। মেজর সুরঞ্জন দাশ নিজেকে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় এবং কাউছারুল গনি মোট ভোটারের ১ শতাংশ অর্থাৎ ৩ হাজার ৬শ সমর্থক দেখাতে ব্যর্থ হওয়ায় বাদ পড়েন। ফলে ১২ জনের মধ্যে ১০ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত কেউ তার প্রার্থীতা প্রত্যাহার না করলে ১০ জন প্রার্থী ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে শাহনেওয়াজ মিলাদ গাজী (আওয়ামীলীগ) ও আব্দুল মুনিম চৌধুরী বাবু (জাতীয় পার্টি)। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান (আওয়ামীলীগ), শংকর পাল (জাতীয় পার্টি) এবং আফছার আহমেদ রূপক (স্বতন্ত্র)। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে অ্যাডভোকেট মোঃ আবু জাহির (আওয়ামীলীগ) ও আতিকুর রহমান আতিক (জাতীয় পার্টি)। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে অ্যাডভোকেট মাহবুব আলী (আওয়ামীলীগ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ (স্বতন্ত্র), আব্দুল আহাদ চৌধুরী শাহীন (জাতীয় পার্টি)।
তবে জাতীয় পার্টির প্রার্থীগণ এরশাদের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলে হবিগঞ্জ-১ আসনে শাহ নেওয়াজ মিলাদ গাজী ও হবিগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ প্রার্থী এডঃ মোঃ আবু জাহির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।