Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর খুনের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শাহ জিনিয়া ইসলাম বৃষ্টি হত্যা মামলা পুলিশ এখনো কোনো কুলকিনারা করতে পারেনি। মামলার আসামীরা এখনো কেউ পুলিশের হাতে ধরা পড়েনি। এ নিয়ে মামলার বাদি বৃষ্টি হত্যার সুবিচার পাবে কি না এ নিয়ে সংশয় প্রকাশ করেছে। মামলার বাদি বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন জানান, মাধবপুর উপজেলার ইটাখোলা কাশিপুর গ্রামের জলফু মিয়ার মাদকাসক্ত বখাটে ছেলে আছিবুল ইসলাম শান্ত তার স্কুল পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বৃষ্টিকে প্রায়ই উক্তত্য করত। এ ঘটনার জের ধরে গত ৯ নভেম্বর বৃষ্টিকে ধষর্নের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার সঙ্গে যুক্ত আছিবুলের পরিবারের সদস্যরা প্রভাব খাটিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করে। এ ঘটনায় বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল হাকিম আদালতে বাদি হয়ে মামলা করেন। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিনুল হক মামলাটি তদন্ত করছেন। তবে আসামীরা পলাতক থাকায় পুলিশ এখনো কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। বৃষ্টির বাবা শামসুল ইসলাম বলেন, আসামীরা এলাকার প্রভাবশালী লোক বিধায় তাদের উপর চাপ সৃষ্টি করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইয়াছিনুল হক জানান, আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।