Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির সভায় বক্তাগণ দুই জোটের জিম্মি দশা থেকে মুক্তি পেতে জনগণকে বাম শক্তির মুখাপেক্ষী হতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভায় বক্তাগণ বলেছেন, গণতন্ত্র মানে জনগণের ক্ষমতায়ন। অথচ বড় দুই দল ও তাদের জোট গণতন্ত্রের নামে এদেশের জনগণকে ক্ষমতাহীন-অসহায় করেছে। দুই জোটের ক্ষমতার কামড়াকামড়ির লড়াইয়ে অতীতে যেমন জনগণকে পুড়ে মরতে হয়েছে তেমনি বর্তমানেও মরতে হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির আশায় জনগণ এই দুই জোটের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এভাবে একবার আপদ আবার বিপদে পড়তে হচ্ছে। দুই জোটের জিম্মি দশা থেকে মুক্তি পেতে জনগণকে দেশপ্রেমিক বাম বিকল্প রাজনৈতিক শক্তির মুখাপেক্ষী হতে হবে। অন্য কোন শক্তির মুখাপেক্ষী হয়ে মুক্তির আশা বরাবরের মতই দুরাশায় পরিণত হবে। গতকাল শুক্রবার শহরের মাতৃছায়া শিশু কানন একাডেমীতে দিনভর অনুষ্ঠিত পার্টির বর্ধিত সভায় বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন। হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন কমরেড বন্ধু মঙ্গল রায়, কমরেড আনোয়ার আলী, কমরেড আব্দুল হক মামুন, কমরেড ইমদাদুল হোসেন খান, কমরেড আনোয়ার হোসেন আনু, কমরেড গাজীউল ইসলাম খান, কমরেড মনজিল মিয়া প্রমূখ।