Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে সন্দেহ ॥ তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন

চুনারুঘাট প্রতিনিধি ঃ হবিগঞ্জ- ৪ সংসদীয় আসনের দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভির আহম্মদ ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী কাওসারুল গনির মনোনয়ন পত্রের বৈধতার যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বর চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাঠোয়ারী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম ওই মনোনয়ন দু’টির বৈধতার বিষয়ে মাঠে নামেন। হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এডভোকেট মাহবুব আলী ও বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভির আহম্মদ, জাতীয় পার্টির আঃ আহাদ সরকার ও দলের বিদ্রোহী প্রার্থী কাওসারুল গনি মনোনয়ন দাখিল করেন। নিয়মানুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নে ৪ হাজার ভোটারের সমর্থন থাকার বিধান রাখা হলে কাওসারুল গনি ৩ হাজার ৬৫ জন ভোটার ও তানভির আহম্মদ ৪ হাজার ভোটারের নাম দস্তখত সম্বলিত মনোনয়ন দাখিল করেন। ওই দুই প্রার্থীর মনোনয়ন সঠিক আছে কি না তা যাচাইয়ের কাজ শুর করে নির্বাচন কমিশন। সুত্র জানান, স্বতন্ত্র দুই প্রার্থীর সমর্থনে মনোনয়ন পত্রে যে নাম ব্যবহার করা হয়েছে অধিকাংশ নামই আন্দাজ নির্ভর।