Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচন যথাসময়ে, হেরফের হবে না-আশরাফ

এক্সপ্রেস রিপোর্ট ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণা ও নির্বাচনকালীন সরকার থেকে দলীয় নেতাদের পদত্যাগের নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন, দেখুন কী হয়)।’
বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আশরাফ বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। এর কোনো হেরফের হবে না। আর এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হবে।’
নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলের অবরোধের মধ্যে বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে মূল রেজুলেশন নির্বাচন হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
উল্লেখ্য, বুধবার বিকালে এরশাদের সঙ্গে তার বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এরশাদ বলেন, ‘আমি নির্বাচনে যাবো না, যাবো না, যাবো না। এটাই আমার শেষ কথা। দলের নেতাদের বলেছি, মনোনয়নপত্র প্রত্যাহার করো, নিজেদের জীবন বিপন্ন কোরো না।’