Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সিএনজি চালককে মারধোর করে অর্থকড়ি লুট

স্টাফ রিপোর্টার ॥  বাহুবলে সিএনজি টেক্সী চালককে মারধোর করে অর্থকড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার শ্রমিকরা প্রতিবাদ সভা আহ্বান করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে উপজেলার মিরপুর বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহুবল উপজেলার হাবিজপুর গ্রামের গুনু মিয়ার পুত্র শফিক মিয়া যাত্রীসহ তার সিএনজি টেক্সী নিয়ে মিরপুরের পথে রওনা হন। পথিমধ্যে চারগাঁও নামক স্থান থেকে সিএনজি টেক্সীতে উঠেন পশ্চিম শাহাপুর গ্রামের মৃত গুনু মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম (৪৫)। সিএনজি টেক্সীটি মিরপুর চৌমুহনীতে পৌঁছার পর গনি-জাহান কমপ্লেক্সের সামনে যাত্রী নামানোর সময় ভাড়া নিয়ে চালকের সাথে আব্দুল কাইয়ূম এর বাদানুবাদ হয়। পরে হামলায় সিএনজি চালক আহত হয়। আহত সফিক মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বাহুবল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ জেলা অটোরিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন বাহুবল থানা শাখার উদ্যোগে আজ সোমবার বিকেল ৩টার দিকে মিরপুর চৌমুহনীতে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে।