Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ১বছরে ১৭ খুন ॥ আপোষে নিষ্পত্তি হওয়ায় খুনের ঘটনা বাড়ছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার পল্লীতে অব্যাহত সংঘর্ষে জনজীবনে চরম অশান্তি নেমে এসেছে। হাওর বেষ্টিত এ উপজেলায় ৬৫টি গ্রাম রয়েছে। প্রতিদিন কোন না কোন গ্রামে ছোট বড় সংঘর্ষ ছাড়াও মাঝে মধ্যে রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত এখানে ১৭টি খুনের ঘটনা ঘটেছে। খুনের মামলা আপোষে নিষ্পত্তি হওয়ায় খুনীরা পার পেয়ে যাচ্ছে। এতে করে খুনের মাত্রা বাড়ছে। আর এসব ঘটনায় সাধারণ মানুষসহ নিরীহ ব্যক্তিরাই নেতৃত্বকারীদের বলির শিকার হচ্ছে। হতভাগাদের মধ্যে অনেকেই দেশীয় অস্ত্র পিকলের আঘাতে প্রাণ হারায়। জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও গ্রাম্য নেতৃত্ব লাভের জন্যই এসব ঘটনা ঘটেছে। এ মৃত্যু যন্ত্রনায় স্বজনহারা পরিবারের মাঝে নেমে এসেছে ঘোর অমানিশা। এসব ঘটনায় মামলা মোকদ্দমা দায়ের হলেও কোন খুনের মামলার আসামী বিচারের কাঠগড়ায় দাড়াবার আগেই এগুলো আপোষ মিমাংসায় নিষ্পতি হচ্ছে। এখন পর্যন্ত কোন মামলাই আলোর মুখ দেখেনি। ফলে লাখাইয়ে সংঘর্ষের মাত্রা বেড়েই চলছে। আর এতেই উৎসাহিত হচ্ছে দাঙ্গাবাজরা। সর্বশেষ গত ২৪ নভেম্বর উপজেলার নোয়াগাও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’সাবেক মেম্বার আঃ জলিল ও আঃ মালেকের লোকজনের মাঝে এক সংঘর্ষে আঃ আজিজ (৩২) ও সাহাদ আলী (৫০) নামে উভয় পক্ষের দু’জন লোক খুন হয়।