Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আওয়ামীলীগের তিন মন্ত্রীসহ একডজন এমপি মনোনয়ন বঞ্চিত

এক্সপ্রেস রিপোর্ট ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায় এবারে তেমন চমক নেই বললেই চলে। তালিকায় দেখা যায়, বাদ পড়েছেন তিনজন প্রতিমন্ত্রী ও এক ডজন এমপি। বাদ পড়া মন্ত্রীরা হলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। যথারীতি এদের আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও কানসাট আন্দোলনের নেতা গোলাম রব্বানী এবং নাটোর সদর আসনে শিমুল।
প্রভাবশালী এমপিদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা হলেন, ঢাকা-১৯ (সাভার) আসনে মুরাদ জং, নারায়ণগঞ্জ-৪ আসনে সারাহ কবরী, যশোর-৪ আসনে হুইপ আব্দুল ওয়াহাব। এসব যারা মনোনয়ন পেয়েছেন, ডা: এনাম, শামীম ওসমান, রণজিত কুমার এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দিনাজপুর-৬ আসনে আজিজুল ইসলামের স্থলে মনোনয়ন পেয়েছেন উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক, যশোরে খালেদুর রহমান টিটোর আসনে মনোনয়ন পেয়েছেন কাজী নাবিল আহমেদ এবং নেত্রকোনা-১ আসনে ছবি বিশ্বাস মনোনয়ন পেয়েছেন।
নতুনদের মধ্যে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, নেত্রকোনা-২ আসনে ফুটবলার জয়, মানিকগঞ্জ-১ আসনে ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনে কণ্ঠশিল্পী মমতাজ, পিরোজপুর-২ আসনে ইসহাক আলী খান পান্না এবং মুন্সিগঞ্জে আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ। তবে ঢাকা চট্টগ্রাম, সিলেট ও খুলনা সদরে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। বরিশাল-১ আসনে আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথ মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণার পর সৈয়দ আশরাফ প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন।