Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভেঙ্গে গেল জাতীয় পাটি কাজী জাফর সভাপতি

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের ওপর ক্ষুব্ধ হয়ে দলটির বহিষ্কৃত নেতা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ আলাদা জাতীয় পার্টি গঠন করেছেন। তিনি দলটির চেয়ারম্যান ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য (পদত্যাগী) গোলাম সমীহ মহাসচিব।
গতকাল শুক্রবার বিকালে গোলাম সমীহর বাসভবনে এক বিশেষ বৈঠকে এ আহ্বায়ক কমিটি করা হয়েছে। কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী জাফর আহমেদ নতুন কমিটি গঠনের পরই তারা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় রাতে দেড় ঘন্টা বৈঠক করেন। জাফর ছাড়াও তার সঙ্গে ১৫ সদস্যের প্রতিনিধি দল ছিলেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
কাজী জাফর আহমদ বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল আমরা মহাজোটে থাকবো না, দলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচনে যাব না। এরশাদ প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অমান্য করে সরকারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছে। এটা পার্টির সংবিধানের লঙ্ঘন। তাই তাকে দল থেকে বহিষ্কার করেছি।