Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এরশাদ ও কাজী জাফর জাতীয় পার্টি বহিষ্কার

এক্সপ্রেস রিপোর্ট ॥ দলের শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় পার্টিতে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটেছে। দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদকে বহিষ্কার করেছেন। বৃহস্পতিবার দুপুরে বারিধারার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এরশাদ তার এ সিদ্ধান্তের কথা জানান। অপর দিকে কাজী জাফর আহমেদ তাকে বহিষ্কারের খবর পেয়ে এরশাদকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি দাবি করেন, জাতীয় পার্টি থেকে এরশাদকেই বহিষ্কার করা হয়েছে।
গত ২৩ নভেম্বর এরশাদের সমালোচনা করে কাজী জাফর আহমেদ একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে তথাকথিত নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে অংশগ্রহণ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ ঘটনায় শুধু আমি নই, সমগ্র জাতি হতভম্ব ও স্তম্ভিত।’ এরশাদকে বিশ্বাসঘাতক হিসেবেও অভিহিত করেন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য। বিবৃতি দেয়ার পর থেকে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের গুঞ্জন শুরু হয়।