Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে প্রায় ৫শ’ প্রতিবন্ধী সনাক্ত জরিপ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকুরির ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হয়েছে। হবিগঞ্জে ইউনিয়ন পরিষদের সচিব নিয়োগে একজন প্রতিবন্ধীকে চাকুরি দেয়া হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থেই প্রতিবন্ধীদের কাজে লাগানো জরুরী। তাই সরকার প্রতিবন্ধী সনাক্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে যে ডাটাবেজ হবে তার মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিবন্ধীদের পুনর্বাসন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের জে.কে এন্ড এইচ.কে হাইস্কুলে হবিগঞ্জ শহরের প্রতিবন্ধী জরিপ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরির্দশনকালে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক পিযুষ কান্তি দত্ত, জেকে এন্ড এইচকে হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শহর সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃধা, হবিগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, কোষাধ্যক্ষ চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাংবাদিক নুরুল হক কবির, এস এম সুরুজ আলী প্রমূখ। জরিপ কাজে প্রতিবন্ধী শনাক্ত করেন এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ।
শহর সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃধা জানান, গতকাল ছিল জরিপের সমাপনী দিন। গতকাল পর্যন্ত হবিগঞ্জ শহরে ৫শ’ প্রতিবন্ধী সনাক্ত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শেষ হলেও যারা বাদ পড়েছেন তাদেরকে পর্যায়ক্রমে নিবন্ধন করা হবে।