Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাবি’র মেধাবী ছাত্র রাজিবের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশার প্রত্যন্ত গ্রাম গোগ্রাপুরের পিতৃহীন মেধাবী ছাত্র রাজিব চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন)। জানা যায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১১সালে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এবং শচীন্দ্র কলেজ থেকে ২০১৩সালে এইচএসসি পরীক্ষায় মানবিকে জিপিএ ৫প্রাপ্ত মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সুযোগ পেয়েও প্রয়োজনীয় অর্থাভাবে ভর্তি হতে পারছেনা। এ খবরটি তারই সহপাঠী আলী মোঃ ওয়াসেফ হাসান লিয়ন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্কের দৃষ্টিগোচর করালে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করে বেন এবং তাৎক্ষনিক বেনের এক পরিচালকের গৃহিনী রাজিবের ঢাবি-তে ডিসেম্বর মাসের ব্যয়ভারের নগদ অর্থ প্রদান করেন। অন্যদিকে বেনের পরিচালক ও বিশ্ব ব্যাংকের সিনিয়র আরবান স্পেশালিষ্ট জাহেদ হোসেন খান আজাদ এর সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফিস ১০ হাজার টাকা বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও বেন এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন কৃতি ছাত্র রাজীব চৌধুরীর নিকট হস্তান্তর করেন। গতকাল দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত অর্থ হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএও এস.এম.মুনীর উদ্দীন, ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব ও জাহেনারা আক্তার, ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান নুরুল ইসলাম, চেয়ারম্যান শাফিক মিয়া, চেয়ারম্যান হাজী মজিবুর রহমান, চেয়ারম্যান আনোয়ার হোসেন, চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, চেয়ারম্যান এনাম খান চৌধুরী, চেয়ারম্যান জালাল খন্দকার, চেয়ারম্যান রফিকুল ইসলাম, চেয়ারম্যান খোয়াজ আলী, বিআরডিবি চেয়ারম্যান ইমরান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবপদ রায়, বানিয়াচং থানা ওসি সামসুল আরেফীন, সামছুল হোসেন খান জুম্মা, বেন পরিচালক প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবুল কাসেম, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, উপজেলা সমাজ সেবা অফিসার জালাল উদ্দিন প্রমুখ।