Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সাংবাদিক সাইফুল জাহান চৌধুরীর মাতার দাফন সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরীর মাতা আনোয়ারা মতিন চৌধুরীর নামাজে জানাযা গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় চরগাও গ্রামের পশ্চিম মাঠে অনুষ্টিত হয়েছে। জানাযা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমদ ইকবাল, এডঃ রুহুল হাসান শরীফ, যুগান্তর ও একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডঃ আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগনেতা সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন আহমদ, বর্তমান সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, অধ্যাপক আব্দুন নুর ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,ওসি তদন্ত আজমিরি উজজামান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন, সুজাত চৌধুরী, আব্দুল কাদির, বিএনপি নেতা নোমান চৌধুরী, নাজমুল ইসলাম, এমএ মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাধারন সম্পাদক এম এ আহমদ  আজাদ, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, শাহ রজিভী আহমেদ খালেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মোক্তাদির চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ জিলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর কাউন্সিলর এটিএম সালাম, কুর্শি হ্যাচারী কর্মকর্তা মোহাম্মদ আলম, যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার, সাংবাদিক রাকিল হোসেন, এম মুজিবুর রহমান, সেলিম তালুকদার, আকিকুর রহমান সেলিম, জাকির হোসেন চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবির কয়েক হাজার লোক অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য তিনি গত কয়েকদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে গত মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেন।