Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ডাবল হত্যা ঘটনায় এক পক্ষের মামলা পুরুষশুন্য নোয়াগাও গ্রাম ॥ ভীতিকর পরিবেশ

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ের নোয়াগাও গ্রামে ডাবল খুনের ঘটনায় একটি পক্ষ মামলা দায়ের করেছে। সাবেক মেম্বার আব্দুল মালেকের পক্ষের সাহাদ আলী হত্যার ঘটনায় তার ভাই আলী নোয়াজ বাদী হয়ে গতকাল এ মামলাটি দায়ের করেছেন। অপর পক্ষের নেতা সাবেক মেম্বার আব্দুল জলিলকে প্রধান আসামী করে ৪৪ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। তবে গতকাল রাত ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত আব্দুল জলিলের পক্ষের রিক্সা চালক আব্দুল আজিজ হত্যাকান্ডের কোন মামলা দায়ের হয়নি। এদিকে নোয়াগাও গ্রামটি এখন পুরুষশুন্য হয়ে পড়েছে। উভয় পক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। গ্রামে ভীতিকর পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য যে, ওই গ্রামের সাবেক দুই মেম্বার আব্দুল জলিল ও আব্দুল মালেকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে। বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত ২৩ নভেম্বর দু’দলের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যে ৬টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে আব্দুল মালেক মেম্বারের পক্ষের সাহাদ আলী নিহত হন। পরদিন ভোর ৫টার দিকে হামলায় আব্দুল আজিজ (৩০) নামে এক রিক্সাচালক নিহত হয়। এ ঘটনায় জলিল মেম্বারের পক্ষের জাহান মিয়া, নাজির আহমদ ও মালেক মেম্বারের পক্ষের সোহেল মিয় এবং আব্দুন নুরকে আটক করেছে পুলিশ।

লাখাইয়ে ডাবল হত্যা ঘটনায় এক পক্ষের মামলা
পুরুষশুন্য নোয়াগাও গ্রাম ॥ ভীতিকর পরিবেশ
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ের নোয়াগাও গ্রামে ডাবল খুনের ঘটনায় একটি পক্ষ মামলা দায়ের করেছে। সাবেক মেম্বার আব্দুল মালেকের পক্ষের সাহাদ আলী হত্যার ঘটনায় তার ভাই আলী নোয়াজ বাদী হয়ে গতকাল এ মামলাটি দায়ের করেছেন। অপর পক্ষের নেতা সাবেক মেম্বার আব্দুল জলিলকে প্রধান আসামী করে ৪৪ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। তবে গতকাল রাত ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত আব্দুল জলিলের পক্ষের রিক্সা চালক আব্দুল আজিজ হত্যাকান্ডের কোন মামলা দায়ের হয়নি। এদিকে নোয়াগাও গ্রামটি এখন পুরুষশুন্য হয়ে পড়েছে। উভয় পক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। গ্রামে ভীতিকর পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য যে, ওই গ্রামের সাবেক দুই মেম্বার আব্দুল জলিল ও আব্দুল মালেকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে। বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত ২৩ নভেম্বর দু’দলের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যে ৬টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে আব্দুল মালেক মেম্বারের পক্ষের সাহাদ আলী নিহত হন। পরদিন ভোর ৫টার দিকে হামলায় আব্দুল আজিজ (৩০) নামে এক রিক্সাচালক নিহত হয়। এ ঘটনায় জলিল মেম্বারের পক্ষের জাহান মিয়া, নাজির আহমদ ও মালেক মেম্বারের পক্ষের সোহেল মিয় এবং আব্দুন নুরকে আটক করেছে পুলিশ।