Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দল-পুলিশ ব্যাপক সংঘর্ষ আহত ২০ ॥ ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুরন মুক্তির দাবীতে গতকাল দুপুরে হবিগঞ্জ শহরে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ৭১ টেলিভিশনের সাংবাদিক শাকিল চৌধুরীর ক্যামেরাও ঢিলের আঘাতে ভেঙ্গে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের নেতৃত্বে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মুসলিম কোয়ার্টার এলাকায় গিয়ে পথসভা করে। পথসভার শেষ পর্যায়ে হবিগঞ্জ থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে।  এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী সংঘর্ষে যোগ দিলে তা ভয়াবহ রূপ ধারণ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষের এক পর্যায়ে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল এর নেতাকর্মী পুলিশকে দু’দিক থেকে ঘিরে ফেলে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক সেলিম ও ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক আহমদ এবং সদর থানার ওসি মোজাম্মেদ হকের সাথে টেলিফোনে পৃথক কথা বলে তাদেরকে সংঘর্ষ থেকে বিরত থাকার নির্দেশ দেন। ফলে উভয় পক্ষই পিছু হটলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।