Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচনী তফসীল ঘোষণা ৫ জানুয়ারী ভোট

এক্সপ্রেস ডেস্ক ॥  ৫ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।  ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।  ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।  গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ এ ঘোষণা দেন। সমঝোতার মাধ্যমে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, সময় এখন আর আমাদের হাতে নেই। আমরা সবার অংশগ্রহণে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছি। দুই প্রধান রাজনৈতিক দলের প্রতি সমঝোতার জন্য এতোদিন আমরা অপেক্ষা করেছি। কিন্তু এখন আর আমাদের হাতে সময় নেই। তাই নির্বাচনের তফসিল ঘোষণা করছি। তবে আমি এখনও সকলের প্রতি আহ্বান জানাই সবাই নির্বাচনে অংশ নিন। সিইসি বলেন, নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠান করতে কমিশন বদ্ধপরিকর।  ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডং কর্মকর্তার স্বাক্ষর সহ এক কপি নির্বাচন কমিশনের ঠিকানায় ডাক যোগে পাঠাতে হবে। এজন্য ডাকঘর সব সময় খোলা রাখা হবে। সিইসি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই নির্বাচনে আচরণ বিধি কঠোরভাবে মানা হবে। আচরণবিধির লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কে কোন পদে আছে সেটি দেখা হবে না। কোন আচরণবিধি লঙ্ঘন করা হলো সেটিই বিবেচনা করা হবে। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদরা তাদের পদ ব্যবহার করে বাড়তি সুযোগ নিতে পারবেন না। তবে তারা প্রোটকল পাবেন।