Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সুরমা চা বাগানে ১শ একর পতিত জমিতে চা বাগান সৃজন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এশিয়ার বৃহত্তম সুরমা চা বাগানে এ বছর ১শ একর পতিত ভূমিতে নতুন চা বাগান সৃজন করা হয়েছে। নিজস্ব নার্সারিতে উৎপাদিত ৭ লাখ ৫০ হাজার ক্লো টি জাতের চারা রোপন করা হয়েছে। কৃত্রিম উপায়ে বাগানের জলাধার থেকে সেচের মাধ্যমে পানি দেওয়ায় প্রতিটি চারা এখন সুস্থ ও সবল হয়ে উঠেছে। এক সময় অদ ব্যবস্থাপনা ও শ্রমিক অসন্তোষের কারণে সুরমা চা বাগানে ছায়াবৃক্ষ, বালু ও মাটি পাচারের ফলে বাগান ধ্বংসের দিকে যাচ্ছিল। কিন্তু গত ৫ বছর ধরে বাগানের উচুঁ-নিচু বিশাল পতিত ভূমিতে নার্সারিতে চারা উৎপাদন করে নতুন চা বাগান সৃজন করায় বাগানের পরিধি ও উৎপাদন দিন দিন বেড়েই চলেছে। টি প্ল্যান্টার বাগানের সহকারী ব্যবস্থাপক মিন্টু দেব রায় জানান, এ বছরের শুরুতে শুকনো মৌসুমে বাগানের ৩টি নার্সারিতে ১০ লাখ ক্লোন টি জাতের চারা উৎপাদন করা হয়। এর পর পতিত ভূমিতে কলের ট্রাক্টর দিয়ে জমি চা চারা লাগানোর উপযোগি করে তোলা হয়। বর্ষা মৌসুমের প্রথম দিকে চারা রোপন করে প্রতিদিনই পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছে শ্রমিকরা। যে কারণে নতুন চা বাগানের প্রতিটি চারা সু¯’ ও সবল রয়েছে। গত ৫ বছরে পতিত জমিতে নতুন চা বাগান স”জনের ফলে বাগানের পরিধি ও চা উৎপাদন ব”দ্ধি পেয়েছে। সুরমা চা বাগানের শ্রমিক নেতা মঙ্গল মুন্ডা জানান, এক সময় এ বাগানের অব¯’া তেমন ভাল ছিল না। দীর্ঘদিন পতিত হিসেবে পরে থাকা জমিতে নতুন করে চা গাছ সৃজিত হওয়ায় শ্রমিকরা এখন খুশি। এতে শ্রমিক মালিক লাভবানের পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি পাবে।