Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ঢাকা পঙ্গুহাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকাল ৭ টার দিকে ওই রোডের কালারডোবা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর ড্রাইভার হাবিবুর রহমান (২৫)সহ ট্রাকটি সদরের নতুনবাজার এলাকা থেকে আটক করেছে। ট্রাক নং (ঢাকা মেট্রো-ট-১৬৭৩৮৯)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং অটোরিক্সা ষ্টেশন থেকে হবিগঞ্জগামী অটোরিক্সাটি কালারডোবা নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। এতে ঘটনাস্থলেই বানিয়াচং সদরের শরীফখানী মহল্লার মরহুম আয়ুব আলীর ছেলে মোঃ পাপ্পু (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত  সদরের লামাপাড়া মহল্লার মোঃ ইলিয়াছ মিয়া ও মিয়াখানী গ্রামের সামছু মিয়া (৪২) কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ওই রোডেই অটোরিক্সা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে একমাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদের সদস্য সচিব আরশাদ হোসেন খান বিপলূ। ওই রোডে ধান মাড়াই ও ধান-বন শুকানোসহ অবাধে গৃহস্থালী কাজ করা হয়। এছাড়া গরু-ছাগলের অবাধ বিচরণই ওই সড়কে ঘন ঘন দূর্ঘটনার অন্যতম কারণ বলে এলাকার লোকজন জানান।