Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ১২শ’ পরিবারকে ল্যাট্রিন দিচ্ছে ব্র্যাক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে অতি দরিদ্র ১২শ’ পরিবারকে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন দিচ্ছে এনজিও সংস্থা ব্র্যাক। এতে প্রায় ৩৬ লাখ টাকা ব্যয় হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ উপলক্ষে ব্র্যাক আইডিপি চৌধুরীপাড়া ওয়াশ কর্মসূচির উদ্যোগে গতকাল সকালে ইসলামপুর এলাকার অতি দারিদ্র পরিবারে ২৭টি ল্যাট্রিন তৈরীর উপকরণ বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউ.পি অফিস সংলগ্ন পাঠানটুলা রুরাল সেনেটারী সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ওয়াশ এর শাখা ব্যবস্থাপক শাহজাহান আলী। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী (আইডিপি) বৃন্দাবন কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউ.পি মেম্বার নুরুল ইসলাম, বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) সমন্বয়কারী আনছার আলী, পিও শহিদুল ইসলাম, এফ.ও আব্দুল হালিম, এফ.ও নাসরিন আক্তার, ইসলামপুর ওয়াশ কমিটির সভাপতি জহুর উদ্দিন প্রমূখ। সভায় আইডিপি’র এলাকা সমন্বয়কারী বৃন্দাবন সাহা জানান ব্র্যাক এ ইউনিয়নে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা, ওয়াশ, শিক্ষা, অতি দরিদ্র, নারীর ক্ষমতায়ন, আইন সহায়তা, জেন্ডার জাষ্টিস এন্ড ডাইভারসিটি, নিরাপদ অভিবাসন, কৃষি ও খাদ্য, নিরাপত্তা ও ক্ষুদ্রঋণ কর্মসূচির কার্যক্রম চলছে। সভাশেষে প্রধান অতিথি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন প্রতিটি পরিবার প্রধান এর নিকট ৩হাজার টাকা মূল্যের ৬টি রিং, সাইফোন সহ ১টি স্ল্যাব, ১টি ঢাকনা, বেড়া ও চালার ৮টি টিন, ৫ফুট পাইপসহ ল্যাট্রিন তৈরীর উপকরণ হস্তান্তর করেন।