Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেক বিতরণ অনুষ্ঠানে জিকে গউছ ছাত্রছাত্রীরা তাদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশের ভাবমুর্তি আরো উজ্জ্বল করবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প (ইউপিপিআরপি) পৌর এলাকায় শিক্ষা,  ক্ষুদ্র শিল্প ও কৃষি সহায়তায় প্রায় ৪০ লাখ টাকার চেক বিরতন করেছে। ‘আর্থ-সামাজিক তহবিলের আওতায় শিক্ষা সহায়তা, থোক অনুদান ও কৃষি সহয়তার চেক বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ গতকাল (বুধবার) পৌর এলাকার ৭৮৪ জন দরিদ্র ছাত্র-ছাত্রী ও নাগরিকের মধ্যে এ চেকগুলো বিতরণ করেন। কিবরিয়া পৌর মিলনায়তনে বিকেলে ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন, হবিগঞ্জ পৌরসভার প্রতিটি পরিবারের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। তাই বিগত নির্বাচনে পৌরবাসী আমাকে হাজার হাজার ভোটে ব্যবধানে জয়যুক্ত করেছিল। আমি পৌরবাসী ভাগ্যোন্নয়নে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে বৃহত্তর পরিসরে জনসেবার সুযোগ পেলে এই পৌরসভাকে উন্নয়ন কর্মকান্ডে দীর্ঘমেয়াদী সময়ের জন্য অন্তর্ভূক্ত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। মেয়র বলেন ইউপিপিআরপি’র মাধ্যমে হবিগঞ্জ পৌরসভা পৌরএলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তার জন্য চেক বিতরণ করছে। সহায়তার এ অর্থ সঠিকভাবে লেখাপড়ার স্বার্থে ব্যয় করার জন্য তিনি ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আহবান জানান।
হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, মহিলা কাউন্সিলর সালমা আক্তার চৌধুরী, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ ও ক্লাস্টার ফেডারেশন সভাপতি মোঃ আবর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকার ভোগীদের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রী আফছানা আকতার সাথী এবং নাতিরপুর সিডিসির সদস্য ওলী সরকার। সভা শেষে ৭৮২ জন দরিদ্র ছাত্রছাত্রী এবং কৃষি ও  ক্ষুদ্র শিল্প শিক্ষানবীস পৌর নাগরিক মেয়র আলহাজ্ব জি, কে গউছের হাত থেকে সহায়তা চেক গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের সোসিও ইকোনমিক এক্সপার্ট মোঃ মাহবুবুল আলম।