Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ফারিয়া’র কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া’র) কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজাহার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। গোপন ভোটের মাধ্যমে নির্বাচনে সভাপতি পদে কাউছার আহমেদ (ভেরিটাস ফার্মাসিউটিক্যালস) ও আব্দুর রউফ (শরীফ ফার্মাসিউটিক্যালস) এর মধ্যে সমান সমান ১১ ভোট পান। পরে লটারীর মাধ্যমে কাউছার আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শানু (সোমাটেক ফার্মাসিউটিক্যালস) ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মোঃ নয়ন মিয়া (বিকন ফার্মাসিউটিক্যালস) নির্বাচিত হন। পরে আব্দুর রউফকে সিনিয়র সহ-সভাপতি, শেখ মোঃ আব্বাস উদ্দিন (এসকেএফ), মোস্তাফিজুর রহমান শিপন (দি ল্যাব এইড) কে সহ-সভাপতি, নূরুল ইসলাম সাজল (গ্লোব), রিপন পাল (ইনসেপটা) কে যুগ্ম সম্পাদক, সাইফুল ইসলাম দিপু (নোভেলটা) কে সহ-সাংগঠনিক সম্পাদক ও শামছুল মুকিম চৌধুরী (পপুলার)কে অর্থ সম্পাদক নির্বাচিত করে ৩১সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা ফারিয়া কমিটি গঠন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন চুনারুঘাট কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, সেবা ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম, দি স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক (প্রশাসন) মোঃ জামাল হোসেন লিটন ও হারবো ল্যাব এর সিনিয়র প্রতিনিধি মোঃ তাহির মিয়া।